Inspiration

PABLO PICASSO

Artist LEGEND Pablo Picasso, in 1958, is holding a pistol given to him by American actor friend Gary Cooper at Cannes. Picasso used to carry, sometimes loaded with blanks, which he would shoot at people who asked him about 'the meaning of his paintings'. Genius  Picasso ! 5.4" inch height artist was always a man of humor in his life.

Pablo Ruiz Picasso was a Spanish painter, sculptor, printmaker, ceramicist and theatre designer who spent most of his adult life in France.

  • Born:  25 October 1881, Málaga, Spain
  • Died:  8 April 1973, Mougins, France
  • Periods:  Cubism, Surrealism, Expressionism, Post Impressionism, Neoclassicism, Synthetic cubism
  • Full name:   Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso

আধুনিক শিল্পকলার জনক পাবলো পিকাসো

(25 October 1881 – 8 April 1973)

তাঁর মতো মৌলিকচিন্তার শিল্পী— আমি অন্তত দেখিনি । আমি আর পিকাসোর পৃথিবীর কতটুকুন দেখেছি ? আমি তাঁর একাধিক রেট্রোসপেক্টিভ দেখেছি । তিনিই আমার কাছে মৌলিকচিন্তার সেরা আধুনিক শিল্পী ও আধুনিক শিল্পকলার পথিকৃৎদের একজন । কিন্তু অবাক হই, নিজের শিল্প-ভাবনা সম্পর্কে তিনি কিছুই লিখেন নি ।

রেনেসাঁসের মহান শিল্পী আলবার্তি, লিওনার্দো দ্য ভিঞ্চি, বা মিকেলাঞ্জেলো এঁরা নিজের নিজের শিল্প-চিন্তা লিখে গেছেন । এমন কি আধুনিক কালের ভাসিলি কান্দিনিস্কি এবং পল ক্লী-ও তাঁদের শিল্প-মতবাদকে প্রতিষ্ঠা করবার জন্য বই লিখেছেন । পিকাসো এর ধারে কাছে যাননি ।

শিল্প-বিষয়ে পিকাসো সবার সঙ্গে কথাও বলতেন না, পছন্দও করতেন না । আর তথকথিত শিল্প-সমালোচনার প্রতি তাঁর ভীষণই অশ্রদ্ধা ছিল । তাঁর প্রিয় কবি-লেখক-শিল্পী বন্ধুদের সঙ্গেই তিনি শিল্প-বিষয়ে সাবলীলভাবে কথা বলতেন । অপরিচিতদের সামনে শিল্প বিষয়ে মুখ খুলতেন না । এমন কি যাঁদের তিনি শিল্প বুঝার অনুপযুক্ত মনে করতেন, তাঁদের প্রতি খুব বিরক্তি প্রকাশ করতেন । দুকথা শুনিয়ে দিতেও দ্বিধা করতেন না । শিল্পে অধিকার এবং অনাধিকার সম্পর্কে তাঁর মনোভাব অনমনীয় ছিল ।

"চিত্রকলাকে আমি কোনো দিনই চিত্তবিনোদন বা অবসর যাপনের শিল্প বলে মনে করি নি । আমি চেয়েছি আমার হাতে রঙ আর ব্রাশ মানুষের চেতনার গভীর থেকে গভীরে পৌঁছানোর অস্ত্র হয়ে উঠুক ।... আর প্রতিদিন আমরা একটু একটু করে স্বাধীনতার পথে এগিয়ে যাই"।

পা ব লো  পি কা সো

পিকাসোর দীর্ঘ শিল্পী জীবনে মাত্র দুটি শিল্প-সংক্রান্ত বিবৃতি দিয়েছিলেন । প্রথমটি : ১৯২৩ সালে মারিয়াস দ্য জায়াসকে, এবং দ্বিতীয়টি : ১৯৩৫ সালে ক্রিশ্চিয়ান জার্ভোকে । বাকি যা আমরা শুনি, তা সবই কথোপকথন থেকে সঙ্কলিত ।
প্রকৃতি নিয়ে পিকাসো বলেছেন, “আমি সরাসরি প্রকৃতিকে কেন অনুকরণ করার চেষ্টা করব ? আমার করণীয় হলো, বস্তুসমূহ আমার মনে যে ভাব জাগায়, আমার ভেতরে তারা যে ছায়াপাত করে তাকে আমি নিজের সঙ্গে সংযুক্ত করি ।…”

“শিল্প সত্য নয় । শিল্প হল এমন এক অসত্য যা আমাদের সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে । যদি কোনো শিল্পকর্ম সব সময়ই বর্তমান সময় হিসেবে বেঁচে থাকতে না পারে, তবে তা শিল্প হিসেবে গণ্য করার প্রয়োজন নেই ।…”

শিল্প-ইতিহাসে এমন কিছু যুগ আছে যেগুলি অন্য যুগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ।… এবং কোনো কোনো যুগে অন্য যুগের তুলনায় উন্নতমানের শিল্পীরা জন্মছিলেন ।…” “শিল্পে কোনো ক্রমোন্নতি নেই; বরং তার উত্থান-পতন আছে, তা যে কোনো কালেই ঘটতে পারে ।…”

“একাডেমিক সৌন্দর্য শিক্ষা একটা ফাঁকি । আমরা ঠকেছি, আর এমন ভালোভাবে ঠকেছি যে সত্যের ছায়াটাকেও আমরা আর ফিরে পাচ্ছি না একাডেমিক সৌন্দর্য শিক্ষা নিয়ে । কারণ সৌন্দর্য হলো কতকগুলো মিথ্যা । শিল্প শাস্ত্রসম্মত সৌন্দর্যবোধ নয়, তার প্রয়োগও নয়, শিল্প হলো সহজাত প্রবৃত্তি এবং বুদ্ধি । যে বুদ্ধি তথাকথিতকে সৌন্দর্যকে সহজেই অতিক্রম করতে পারে । আমরা যখন কোনো নারীকে ভালোবাসি তখন তার অঙ্গ-প্রতঙ্গগুলো মাপতে শুরু করি না । আমরা আমাদের কামনা নিয়ে ভালোবাসি ।…”
“শিল্পী কী করেন বড়ো কথা নয়, বরং শিল্পী কী সেটাই বড়ো কথা । …ভ্যান গঘের যন্ত্রণাবোধ— তাই হলো তাঁর জীবনবেদ । বাকি সবই তুচ্ছ ।…”

“It takes a very long time to become young.” ― Pablo Picasso